Terror suspect - Latest News on Terror suspect| Breaking News in Bengali on 24ghanta.com
ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য আফজল উসমানি মুম্বই পুলিসের হেফাজত থেকে নিখোঁজ

ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য আফজল উসমানি মুম্বই পুলিসের হেফাজত থেকে নিখোঁজ

Last Updated: Friday, September 20, 2013, 17:05

আফজল উসমানি, সন্ত্রাদবাদী জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য বলে যাকে সন্দেহ করা হয়, আজ মুম্বই পুলিস হেফাজত থেকে রহস্য জনক ভাবে নিঁখোজ হয়ে গেল। একটি মামলার শুনানির জন্য আজ মুম্বইয়ের বিশেষ আদালতে উসমানিকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আদালতেই দুপুরের খাওয়া দাওয়ার পর থেকেই আর খোঁজ মেলেনি আফজাল উসমানির। উসমানির খোঁজে ব্যাপক খানাতল্লাশি শুরু হয়েছে।