Last Updated: September 20, 2013 17:05

আফজল উসমানি, সন্ত্রাদবাদী জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য বলে যাকে সন্দেহ করা হয়, আজ মুম্বই পুলিস হেফাজত থেকে রহস্য জনক ভাবে নিঁখোজ হয়ে গেল। একটি মামলার শুনানির জন্য আজ মুম্বইয়ের বিশেষ আদালতে উসমানিকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আদালতেই দুপুরের খাওয়া দাওয়ার পর থেকেই আর খোঁজ মেলেনি আফজাল উসমানির। উসমানির খোঁজে ব্যাপক খানাতল্লাশি শুরু হয়েছে।
সন্ত্রাসের একাধিক ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগ রয়েছে উসমানির বিরুদ্ধে। অভিযোগ সন্ত্রাসবাদী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের সক্রিয় সদস্য সে। ২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণের সঙ্গে সক্রিয় যোগাযোগের অভিযোগে ওই বছরই গ্রেফতার করা হয় তাকে।
First Published: Friday, September 20, 2013, 17:05