Last Updated: Tuesday, March 19, 2013, 21:36
বিয়ের পর যৌন কেলেঙ্কারিতে জডি়য়ে গোটা বিশ্বে তিনি কলঙ্কিত নায়কে পরিণত হয়েছিলেন। কিংবদন্তি গল্ফার টাইগার বিতর্কের দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ফের প্রেমে পড়ার কথা ঘোষণা করলেন। একটা ছোট টুইট। তাতে ফের টাইগার স্বীকার করলেন তিনি প্রেমে পড়েছেন। ১৪টি মেজরজয়ী এই গল্ফার লিখেছেন, টাইগার ইজ ইন লাভ। টাইগার প্রেমে পড়লেন স্কি তারকা লিন্ডসে ভনের সঙ্গে।