বিশ্বকাপের মাঝে হাঁটু মুড়ে পড়ে গেলেন টাইগারের গার্লফ্রেন্ড, ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন উডস

বিশ্বকাপের মাঝে হাঁটু মুড়ে পড়ে গেলেন টাইগারের গার্লফ্রেন্ড, ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন উডস

বিশ্বকাপের মাঝে হাঁটু মুড়ে পড়ে গেলেন টাইগারের গার্লফ্রেন্ড, ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন উডসতাঁর হূদয়ের চোটের সময় অনেকটা ছুটে গিয়ে জড়িয়ে ধরার কায়দাতেই টাইগার উডসের জীবনে তাঁর প্রবেশ ঘটেছিল। আজ সেটাই যেন ফিরিয়ে দিলেন গল্ফ দুনিয়ার কিংবদন্তি টাইগার। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে গোটা সমাজ যখন টাইগার উডসকে কার্যত এক ঘরে করে দিয়েছিল, তখন তাঁর পাশে এসে দাঁড়িয়ে ছিলেন মার্কিন মহিলা স্কেটিং তারকা লিন্ডসে ভন। ক দিনের মধ্যেই ভন-উডস প্রেমের পিচে জুটি বাধেন।

সেই লিন্ডসে ভন আজ নেমেছিলেন ফ্রান্সে স্কেটিং বিশ্বকাপে (পোশাকি নাম-Audi FIS Alpine Ski World Cup Women`s Downhill )। কিন্তু হাঁটুর চোটে ভোগা ভন প্রতিযোগিতা শুরুর কিছুক্ষণ পরেই হাঁটু মুড়ে পড়ে গেলেন। সেই দৃশ্য দেখার পরই ছুটে গেলেন টাইগার উডস। (নিচে থাকল সেই মুহূর্তের ছবি) ছুটে গিয়ে ভনের হাত ধরে তুললেন। ভনও উডসের কাঁধে ভর রেখে ফিল্ড ছাড়লেন। আগামী বছর সোচিতে শীতকালীন অলিম্পিক। এই বিভাগে ভন চারবার বিশ্বসেরা। গোটা দেশ তাঁর দিকে তাকিয়ে। উডস সে কথাই হয়তো বোঝাতে চাইলেন। গার্লফ্রেন্ড ভন কাঁধে নিয়ে মাঠ ছাড়ার মসয় উডস বারবার বলছিলেন, ইয়েস ইউ ক্যান। আই নো ইউ উইল কামব্যাক।

নিচে থাকল সেই মুহূর্তের ছবি
বিশ্বকাপের মাঝে হাঁটু মুড়ে পড়ে গেলেন টাইগারের গার্লফ্রেন্ড, ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন উডস
সত্যি কি অপূর্ব এই দুনিয়া। এক জনের হূদয়ের চোটে মলম দেয় একজন। আবার তাঁরই শারীরিক ব্যথা পাশে দাঁড়ায় একজন। সত্য সেলুকাস, কি বিচিত্র সুন্দর এ দুনিয়া।

First Published: Sunday, December 22, 2013, 20:37


comments powered by Disqus