Last Updated: Monday, June 16, 2014, 21:04
বিশ্ব ফুটবলে তিকিতাকার আধিপত্য শেষ। বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে স্পেনের শোচনীয় হারের পর এমনটাই বললেন দিয়েগো মারাদোনা। তিনি বলেন এই বিষয়টি কিছুতেই বুঝতে পারছেন না স্পেনের কোচ দেল বস্ক।মারাদোনার মতে তিকি তাকা শেষ।