বিশ্ব ফুটবলে শেষ তিকিতাকা যুগ, মত ফুটবলের রাজপুত্রের

বিশ্ব ফুটবলে শেষ তিকিতাকা যুগ, মত ফুটবলের রাজপুত্রের

বিশ্ব ফুটবলে শেষ তিকিতাকা যুগ, মত ফুটবলের রাজপুত্রেরবিশ্ব ফুটবলে তিকিতাকার আধিপত্য শেষ। বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে স্পেনের শোচনীয় হারের পর এমনটাই বললেন দিয়েগো মারাদোনা। তিনি বলেন এই বিষয়টি কিছুতেই বুঝতে পারছেন না স্পেনের কোচ দেল বস্ক।মারাদোনার মতে তিকি তাকা শেষ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে স্পেনের লজ্জাজনক হার অবাক করে দিয়েছে ফুটবল দুনিয়াকে। বিস্মিত প্রাক্তন ফুটবলাররাও। হারের কারন নিয়েও ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে দিয়াগো মারাদোনা কিন্তু স্পেনের তিকি তাকা ফুটবলকেই হারের জন্য দায়ী করছেন। তিনি বলেন স্প্যানিস কোচ দেল বস্কের অনেক আগেই বোঝা উচিত ছিল যে তিকি তাকা পদ্ধতির গোপন রহস্যটা ধরে ফেলেছে সব দল। ক্লাব ফুটবলে বার্সোলোনার সাম্প্রতিক পারফরম্যান্স দেখেই বোঝা উচিত ছিল বস্কের। কিন্তু তিনি কারও কথায় কর্নপাত করেননি। তার ফল হাতে না হাতে পেয়ে গেছেন। তিকি তাকার ছন্দ নষ্ট করতে নেদারল্যান্ডস দ্রুত গতিতে কাউন্টার অ্যাটাককে অস্ত্র করেছিল। আর তাতেই সফল রবেনরা। পাশাপাশি স্পেনের ফুটবলারদের বয়সও একটা ফ্যাক্টর বলে মনে করেন মারাদোনা।

First Published: Monday, June 16, 2014, 21:04


comments powered by Disqus