Last Updated: Tuesday, April 15, 2014, 20:33
পাঁচতলা বহুতল। একবালপুরের মতো জনবহুল এলাকা। সেখানে কিভাবে দিনে-দুপুরে খুন হয়ে গেলেন মা পুষ্পা সিং এবং তাঁর দুই মেয়ে। টের পেলেন না পাশের ফ্ল্যাটের লোকজন?কীভাবেই বা ট্রাঙ্কে ভরে পাচার হয়ে গেল দেহ ? মাটিতে পুঁতে দেওয়ার আগে মেঝেতে গর্ত খোঁড়ার সময় টের পাননি বাসিন্দারা ? কীভাবে আগাম ছক কষে সবকিছু করা হয়েছিল তা জেরায় স্বীকার করেছে আততায়ীরা। আর সেই ঘটনাই উঠে এসেছে চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তে।