Tribal women - Latest News on Tribal women| Breaking News in Bengali on 24ghanta.com
গ্রামে স্কুল নেই, অভিযোগ এইটুকুই , আশা ছিল মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে জানাবেন দাবি, পুলিসের `কল্যাণে` মমতার সভায় ঢুকতেই পারলেন না কেশিয়াড়ির আদিবাসী মহিলারা

গ্রামে স্কুল নেই, অভিযোগ এইটুকুই , আশা ছিল মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে জানাবেন দাবি, পুলিসের `কল্যাণে` মমতার সভায় ঢুকতেই পারলেন না কেশিয়াড়ির আদিবাসী মহিলারা

Last Updated: Monday, March 31, 2014, 23:04

প্রশ্ন করতে যাননি শিলাদিত্য চৌধুরীর মতো। গ্রামে স্কুল নেই। সেনিয়ে লিখিত অভিযোগ পত্র সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কেশিয়াড়ির সভায় গিয়েছিলেন আদিবাসী মহিলারা। দেখা করা দূর অস্ত, তাঁদের সভায় ঢুকতেই দিল না পুলিস। এমনকি পুলিস হেনস্থাও করেছে বলে অভিযোগ মহিলাদের। মুখ্যমন্ত্রীর আবদেন আর তাঁরই সরকারের পুলিসের আচরণে কেন এই ফারাক, বুঝে উঠতে পারছেন না আদিবাসী মহিলারা।