Last Updated: Thursday, September 19, 2013, 12:42
বৃহস্পতিবার চমকপ্রদভাবে ঘুরে দাঁড়াল সেনসেক্স । বাজার খুলতেই ৭০০পয়েন্টে ছুঁয়ে সেনসেক্স এখন ২০হাজারের গন্ডিতে ট্রেড করছে। নিফটিও ১৫০ পয়েন্ট বেড়ে ছয় হাজারে ঘরে ঢুকে যায়। গতকাল থেকেই সেনসেক্স উর্ধমুখী ছিল। কুড়ি হাজারের ছোঁয়ার অপেক্ষায় বন্ধ হয়। বিশ্ববাজারও বেশ চাঙ্গা আজ।