Last Updated: June 20, 2013 10:54

সর্বকালীন রেকর্ড পতন হল টাকার দামের। আজ ডলারের নিরিখে সবচেয়ে নীচে নেমে গেল টাকার দাম। গত এগারো তারিখে ডলারের অনুপাতে টাকার দাম দাঁড়ায় ৫৮ টাকা ৯৮ পয়সায়। তবে এরপরেও লাগাম পড়ানো যায়নি টাকার দামের পতনে। আজ বাজার খোলার সময়ে ডলারের অনুপাতে টাকার দাম ছিল ৫৯ টাকা ৬৮ পয়সা। কিছুক্ষণের মধ্যেই আরও প্রায় ৬০ পয়সা পড়ে যায় টাকার দাম।
ডলারের নিরিখে টাকার দাম দাঁড়ায় প্রায় ষাট টাকা, যা সর্বকালীন রেকর্ড। বন্ডের দামে পতনের জন্যেই টাকার দামে এই রেকর্ড পতন। সকালে দুই শতাংশ করে পড়ে যায় বিএসই সেনসেক্স ও নিফটি। মার্কিন ফেডারেল রিজার্ভের তরফে আর্থিক স্টিমুলাসে ঘাটতির কথা জানানোর ফলেই শেয়ার দালালরা আতঙ্কিত হয়ে পড়াতেই এই পতন বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ও ক্রেডিট ডেফিসিটের জন্যই টাকার দামের এই রেকর্ড পতন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করতে পারে বলে আশা করছে অর্থনৈতিক মহল।
First Published: Thursday, June 20, 2013, 11:52