Last Updated: Wednesday, November 7, 2012, 17:08
দালিপ সিংহ সৌন্দ, ববি জিন্দলের পর এবার অমি বেরা। হোয়াইটহাউসে শাসক হিসাবে
দেখা যাবে ফের এক ভারতীয় বংশোদ্ভূতকে। মার্কিন কংগ্রেসে তৃতীয় ভারতীয়
হিসাবে নির্বাচিত হলেন অমি বেরা। ডঃ অমি বেরা ক্যালিফর্নিয়ায়, ডিসট্রিক্ট
সেভেন কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে জয়ী হলেন। কঠিন লড়াইয়ের পর ৪৫
বছরের এই ভারতীয় বংশোদ্ভূত হারালেন রিপাবলিকান পার্টির ডান লানগ্রিনকে।