Last Updated: Thursday, December 12, 2013, 22:41
সম্পত্তির লোভেই খুন করা হয়েছে শঙ্কর প্রসাদ রায়কে। গতকালই পাটুলির কেন্দুয়া মেইন রোডে তাঁর বাড়ির দোতলার রান্নাঘরের দেওয়াল খুঁড়ে মৃতদেহ উদ্ধার করেছিল পুলিস। সম্প্রতি অশক্ত বৃদ্ধ খুন হয়েছেন কলকাতার দেশপ্রিয় পার্কে। গড়িয়াহাটে। বৃদ্ধ-বৃদ্ধা খুনের ঘটনা অমিল নয় কলকাতার বাইরে রাজ্যের অন্যান্য বর্ধিষ্ণু শহরেও। কিন্তু কেন বাড়ছে এই প্রবণতা? উত্তর খুঁজতে সমাজতত্ত্ববিদ ও মনোবিদের সঙ্গে কথা বলেছেন ২৪ ঘণ্টার প্রতিনিধি সৌরভ গুহ।