Last Updated: Saturday, January 14, 2012, 21:45
ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই উত্তরখণ্ডের রাজনীতিতে শুরু হয়েছে অন্তর্বিরোধ আর অন্তর্ঘাতের খেলা। শাসক বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস দু`দলেরই প্রদেশ নেতৃত্বের শিরঃপীড়া বাড়িয়েছে টিকিট না পাওয়া বিদ্রোহীরা। রাজ্যের মোট ৭০টি বিধানসভা আসনের মধ্যে অন্তত দু`ডজন করে কেন্দ্রে দলেরই বিক্ষুব্ধ সতীর্থদের মুখোমুখি হতে হবে `পাঞ্জা` এবং `কমল` চিহ্নের প্রার্থীদের।