Uttarpradesh Assembl - Latest News on Uttarpradesh Assembl| Breaking News in Bengali on 24ghanta.com
উত্তরপ্রদেশ বিধানসভায়

উত্তরপ্রদেশ বিধানসভায় "স্ট্রিপ` করলেন দুই বিধায়ক

Last Updated: Wednesday, February 19, 2014, 23:44

নজিরবিহীন হট্টগোলের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ বিধানসভা। অধিবেশনের প্রথম দিনেই চরম বিশৃঙ্খলায় সভার কাজ একরকম ভেস্তে গেল। দুই রাষ্ট্রীয় লোকদল বিধায়ক গায়ের জামা খুলে বিধানসভায় বিক্ষোভ দেখানো শুরু করেন। রাজ্যপালের ভাষণ ভেস্তে দিতে শুধু ওয়েলে নেমেই ক্ষান্ত থাকেননি বিধায়করা। পোস্টার ফেস্টুন নিয়ে নিজেদের টেবিলে দাঁড়িয়ে বিধানসভাকে কার্যত ময়দানের বিক্ষোভমঞ্চে পরিণত করেন বিরোধী বিধায়করা।