Last Updated: February 19, 2014 23:44

নজিরবিহীন হট্টগোলের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ বিধানসভা। অধিবেশনের প্রথম দিনেই চরম বিশৃঙ্খলায় সভার কাজ একরকম ভেস্তে গেল। দুই রাষ্ট্রীয় লোকদল বিধায়ক গায়ের জামা খুলে বিধানসভায় বিক্ষোভ দেখানো শুরু করেন। রাজ্যপালের ভাষণ ভেস্তে দিতে শুধু ওয়েলে নেমেই ক্ষান্ত থাকেননি বিধায়করা। পোস্টার ফেস্টুন নিয়ে নিজেদের টেবিলে দাঁড়িয়ে বিধানসভাকে কার্যত ময়দানের বিক্ষোভমঞ্চে পরিণত করেন বিরোধী বিধায়করা।
চরম বিশৃঙ্খলা জম্মু কাশ্মীর বিধানসভাতেও। বিরোধীদের হট্টগোল থামাতে মার্শাল ডাকতে হয় বিধানসভার অধ্যক্ষকে। এক পিডিপি বিধায়ককে সভা থেকে বের করার নির্দেশ দেন অধ্যক্ষ। বিধায়ক ওই সময় বিধানসভার নিরাপত্তারকর্মীকে থাপ্পড়ও মারেন।
First Published: Wednesday, February 19, 2014, 23:46