Last Updated: Tuesday, August 14, 2012, 19:55
`টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন র্যাম্প অ্যান্ড দ্য র্যাক`। পাঁচ দিন ব্যাপী দিল্লি কুতুর উইকের এটাই ছিল এবারের থিম। আর এই পাঁচ দিনে দেশের ১১ জন তাবড় ডিজাইনারের কালেকশন থেকে চোখ ফেরাতে পারেনি ফ্যাশন সচেতন রাজধানীর আট থেকে আশি।