Veerappan aides - Latest News on Veerappan aides| Breaking News in Bengali on 24ghanta.com
বীরাপ্পনের চার সহচরের প্রাণভিক্ষাও খারিজ করলেন রাষ্ট্রপতি

বীরাপ্পনের চার সহচরের প্রাণভিক্ষাও খারিজ করলেন রাষ্ট্রপতি

Last Updated: Wednesday, February 13, 2013, 19:59

ছাব্বিশ এগারোয় আজমল কাসাভ; সংসদ হানায় আফজল গুরু। দু`জনের ফাঁসির আদেশ বহাল করার পর ফের আরেক বার কড়া সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পনের চার সহযোগীর প্রাণ ভিক্ষার আবেদন বুধবার খারিজ করেন রাষ্ট্রপতি।