Last Updated: February 13, 2013 19:59

ছাব্বিশ এগারোয় আজমল কাসাভ; সংসদ হানায় আফজল গুরু। দু`জনের ফাঁসির আদেশ বহাল করার পর ফের আরেক বার কড়া সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পনের চার সহযোগীর প্রাণ ভিক্ষার আবেদন বুধবার খারিজ করেন রাষ্ট্রপতি।
কর্ণাটকে ল্যান্ডমাইন্ড বিস্ফোরণে অভিযুক্ত চার বীরাপ্পন সহচরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় শীর্ষ আদালত। অভিযুক্তের তরফের আইনজীবী এস বালমুরুগান বলেন, "বিশ্বস্ত সূত্রে আমরা জেনেছি, রাষ্ট্রপতির সিদ্ধান্ত বেলগাউম জেল কতৃপক্ষকে জানানো হয়েছে।" এই সিদ্ধান্তের কথা আসামীদেরও জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বালামুরগান।
প্রসঙ্গত, ২০০৪ সালের অক্টোবরেই তামিলনাড়ুতে পুলিসি এনকাউন্টারে মারা যান বীরাপ্পন। তাঁর চার সহযোগী জ্ঞানপ্রকাশম, সিমন, মীসেকর মাদাইয়া এবং বিলাভেন্দ্রনকে ২০০৪ সালের জানুয়ারি মাসে ফাঁসির আদেশ শোনায় সুপ্রিম কোর্ট। ১৯৯৩-এ কর্ণাটক সীমান্তে যে ল্যান্ডমাইন্ড বিস্ফোরণ হয়, তাতে প্রাণ হারান ২১ জন পুলিসকর্মী। ওই ঘটনায় মাস্টার মাইন্ড ছিলেন এই চার কুখ্যাত দুষ্কৃতী।
First Published: Wednesday, February 13, 2013, 19:59