Last Updated: Monday, March 12, 2012, 21:35
উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে কংগ্রেসের পরাজয়ের দায় নিয়ে ইস্তফা দিয়েছেন বোন রীতা বহুগুণা যোশি। উত্তরাখণ্ডে দলের জয়ের জন্য কিন্তু দাদা বিজয় বহুগুণাকেই পুরস্কৃত করল কংগ্রেস হাউকম্যান্ড। শেষ পর্যন্ত কোনও নির্বাচিত বিধায়কের উপর ভরসা না রেখে পশ্চিম হিমালয়ের পাহাড়ি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল তেহরি গাড়োয়ালের সাংসদকে।