Last Updated: Tuesday, June 4, 2013, 11:59
আইপিএলে স্পটফিক্সিং কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন বোর্ড সভাপতি শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেয়াপ্পন ও তাঁর সঙ্গী অনামী অভিনেতা বিন্দু দারা সিং অবশেষে আজ শর্তাধীন জামিন পেলেন। মুম্বইয়ের একটি আদালতে ২৫ হাজার টাকার ব্যক্তিগত জামিনে মুক্তি পেলেন মেয়াপ্পান। তবে তদন্ত চলাকালীন এই দু`জনের কেউই দেশের বাইরে যেতে পারবে না বলে আদালতে নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহে দু`দিন গুরুনাথ ও বিন্দুকে তদন্তকারী অফিসারের কাছে গিয়ে হাজিরা দিতে হবে।