জেল হেফাজতে শ্রীনির জামাই ও তাঁর সঙ্গী

জেল হেফাজতে শ্রীনির জামাই ও তাঁর সঙ্গী

জেল হেফাজতে শ্রীনির জামাই ও তাঁর সঙ্গী আজ শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেয়াপ্পান ও দারা সিংয়ের পুত্র বিন্দু দারা সিংয়কে চলতি মাসের ১৪ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত। আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গত মাসে গ্রেফতার হওয়ার পর থেকেই মেয়াপ্পন ও বিন্দুকে দফায় দফায় জেরা করেছে মুম্বই পুলিস। এই দুজনের সঙ্গেই জেরা করা হয়েছে চেন্নাইয়ের হোটেল ব্যবসায়ী বিক্রম আগরওয়ালকে।

পুলিস দাবি করেছে ভিসিটিং কার্ড অনুযায়ী চেন্নাই সুপার কিংসের সিইও মেয়াপ্পান আইপিএলে কোনও একটি ম্যাচ চলাকালীন বেটিং চালিয়ে যেতেন। মেয়াপ্পন এবং বুকিদের মধ্যে মিডলম্যান হিসাবে কাজ করতেন বিন্দু। মেয়াপ্পান এবং বিন্দুর ফোন ট্যাপ করে পুলিস জানতে পেরেছে এই দু`জন ফিক্সিং সংক্রান্ত আলোচনার সময় নিজেদের মধ্যে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন।



First Published: Monday, June 3, 2013, 14:25


comments powered by Disqus