Virvadra singh - Latest News on Virvadra singh| Breaking News in Bengali on 24ghanta.com
শৈলরাজ্যে শপথ নিলেন বীরভদ্র

শৈলরাজ্যে শপথ নিলেন বীরভদ্র

Last Updated: Tuesday, December 25, 2012, 14:27

বর্ষীয়ান কংগ্রেস নেতা বীরভদ্র সিং ষষ্ঠবারের জন্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। রাজ্যপাল ঊর্মিলা সিং মঙ্গলবার এই সত্তরোর্ধ রাজনীতিবিদকে কয়েক হাজার সমর্থকের সামনে শপথ বাক্য পাঠ করান।