Last Updated: December 25, 2012 14:27

বর্ষীয়ান কংগ্রেস নেতা বীরভদ্র সিং ষষ্ঠবারের জন্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। রাজ্যপাল ঊর্মিলা সিং মঙ্গলবার এই সত্তরোর্ধ রাজনীতিবিদকে কয়েক হাজার সমর্থকের সামনে শপথ বাক্য পাঠ করান।
সকাল ১০ট বেজে ৪০ মিনিটে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়। আঠাশ ছর বয়সে রাজনীতিতে হাতে খড়ি। ঠাকুর রাম লালকে সরিয়ে ১৯৮৩-তে প্রথম এই শৈলরাজ্যের মুখ্যমন্ত্রী হন বীরভদ্র সিং। ভারতবর্ষের কোনও প্রদেশে ৬ বার মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড গড়লেন তিনি।
First Published: Tuesday, December 25, 2012, 14:27