Last Updated: Sunday, October 27, 2013, 10:53
২১ বছর পর ঘুম ভাঙল ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি `মাউন্ট ইটনা`র-এর। শনিবার ভোররাত থেকেই সিসিলি দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত এই আগ্নেয়গিরির থেকে অগ্নুত্পাত ঘটতে থাকে। মাউন্ট এটনারের `গর্ভ` থেকে লাভা, ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্নুত্পাতের ধোঁয়ার চোটে বন্ধ করে দিতে হয় স্থানীয় ক্যাটানিয়া বিমানবন্দর।