Last Updated: Tuesday, November 26, 2013, 19:26
ইন্টারন্যাশনল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার (আইইউসিএন) পাখিদের নতুন রেড লিস্ট অনুযায়ী ভারতের ১৫টি পাখি প্রজাতি বর্তমানে বিপজ্জনক ভাবে অবলুপ্তির পথে। আরও তিনটি পাখি প্রজাতি আগের তুলনায় বেশি অনেক বেশি বিপদের সম্মুখীন হচ্ছে। এই তিন প্রজাতির পাখিকে `নিয়ার থ্রেটেনড` ও `ভালনারেবল` বিভাগে ফেলা হয়েছে।