Last Updated: Friday, July 11, 2014, 14:05
কয়েক কোটি টাকার আর্থিক অনিয়ম। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অডিট রিপোর্টে এবার সেই অনিয়ম ধরা প়ড়ল । ২০০৯ থেকে ২০১৩সাল পর্যন্ত এই অডিট রিপোর্ট দেখা যাচ্ছে গত তিনবছরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অনিয়ম হয়েছে কয়েক কোটি টাকা।