Last Updated: July 11, 2014 14:05
কয়েক কোটি টাকার আর্থিক অনিয়ম। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অডিট রিপোর্টে এবার সেই অনিয়ম ধরা প়ড়ল । ২০০৯ থেকে ২০১৩সাল পর্যন্ত এই অডিট রিপোর্ট দেখা যাচ্ছে গত তিনবছরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অনিয়ম হয়েছে কয়েক কোটি টাকা।
সেক্ষেত্রে কর দেওয়া, স্কলারশিপ বিতরণ, গাড়ি ভাড়া, গুরুত্বপুর্ণ গোপন কাগজপত্র কেনা সব ক্ষেত্রেই ব্যাপক আর্থিক অনিয়ম ধরা পড়েছে এই অডিট রিপোর্টে।
First Published: Friday, July 11, 2014, 14:05