Last Updated: Saturday, November 10, 2012, 16:55
আগামী বছর থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নতুন নিয়ম চালু করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার থেকে আর এক সঙ্গে নয়, পদার্থবিদ্যা এবং রসায়নের আলাদা
আলাদা করে প্রশ্নপত্র হতে চলেছে। শুধুমাত্র পজিটিভে যাঁদের নম্বর থাকবে তাঁদের নামই মেধা তালিকায় তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। এতদিন জয়েন্ট
এন্ট্রান্স পরীক্ষায় পদার্থবিদ্যা এবং রসায়নের এক সঙ্গে পরীক্ষা হোত। এবার থেকে সেই নিয়ম বদলে দুটি বিষয়েরই আলাদা প্রশ্নপত্র করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুটি
বিষয়েরই প্রশ্নপত্রের পূর্ণমান হবে ৭৫ নম্বর। পরীক্ষার্থীদের এক একটি প্রশ্নপত্রের উত্তর দিতে হবে ১.৫ ঘণ্টার মধ্যে। অঙ্কের প্রশ্নপত্রের ক্ষেত্রে পুরনো যে নিয়ম ছিল, তা-ই
চালু থাকছে।