Last Updated: Thursday, August 23, 2012, 17:48
লন্ডনে গেলেই অবশ্যই যেতে হবে মাদাম তুসো ওয়াক্স মিউজিয়াম। বছরের পর বছর ধরে লন্ডনে শহরের ঐতিহ্য বহন করে চলেছে মাদাম তুসো। প্রত্যেক বছর শয়ে শয়ে ভারতীয় পর্যটক ভিড় জমান ঐতিহ্যশালী এই মিউজিয়ামে। এঁরা কেউ কি জানেন সকলের অগোচরে এই ভারতে মাটিতেই গড়ে উঠেছে আর একটি মাদাম তুসো?