Last Updated: Tuesday, September 17, 2013, 16:56
পর্যটনের নতুন দিগন্ত ছোঁয়ার আশায় সিচুয়ান প্রদেশে আকাশ ছোঁয়া বিমানবন্দর তৈরি করল চিন। গার্জিতে অবস্থিত এই দাওচেং ইয়াডিং বিমানবন্দর সমুদ্র পৃষ্ঠ থেকে ৪,৩৩৪ মিটার উঁচু। পৃথিবীতে উচ্চতম। বাকি চিনের সঙ্গে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে পৌঁছানোর সময়সীমাও কমিয়ে দেবে এই বিমানবন্দর।