Last Updated: Tuesday, January 21, 2014, 14:27
স্ত্রী অসুস্থ বলে জেল থেকে প্যারোলে এক মাসের জন্য ছুটি পেয়েছিলেন সঞ্জয় দত্ত। অসুস্থতা বাড়ায় ছুটির মেয়াদ বাড়ানো হল আরও এক মাস। গত বছর ৬ ডিসেম্বর সঞ্জয় প্যারোলে ছুটি পাওয়ার পর থেকেই প্রতিবাদে ফেটে পড়ে পুনের ইয়েরওয়াড়া জেল চত্বর। ডিসেম্বরে প্যারোলে ছুটি মঞ্জুর হওয়ার আগেও নিজের অসুস্থতার কারণে প্যারোলে ছাড়া পেয়েছিলেন সঞ্জয়। সেই ছুটি কাটিয়ে ৩০ অক্টোবরই জেলে ফেরেন তিনি।