আরও এক মাস ছুটির মেয়াদ বাড়ল হাইপ্রোফাইল কয়েদি সঞ্জয়ের

আরও এক মাস ছুটির মেয়াদ বাড়ল হাইপ্রোফাইল কয়েদি সঞ্জয়ের

আরও এক মাস  ছুটির মেয়াদ বাড়ল হাইপ্রোফাইল কয়েদি সঞ্জয়েরস্ত্রী অসুস্থ বলে জেল থেকে প্যারোলে এক মাসের জন্য ছুটি পেয়েছিলেন সঞ্জয় দত্ত। অসুস্থতা বাড়ায় ছুটির মেয়াদ বাড়ানো হল আরও এক মাস। গত বছর ৬ ডিসেম্বর সঞ্জয় প্যারোলে ছুটি পাওয়ার পর থেকেই প্রতিবাদে ফেটে পড়ে পুনের ইয়েরওয়াড়া জেল চত্বর। ডিসেম্বরে প্যারোলে ছুটি মঞ্জুর হওয়ার আগেও নিজের অসুস্থতার কারণে প্যারোলে ছাড়া পেয়েছিলেন সঞ্জয়। সেই ছুটি কাটিয়ে ৩০ অক্টোবরই জেলে ফেরেন তিনি।

প্যারেলের গ্লোবাল হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন গত ৭ জানুয়ারি জ্বর ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন মান্যতা। এখনও তাঁর কিছু শারীরিক পরীক্ষা বাকি রয়েছে। তবে এখনও তাঁর অসুস্থতার প্রকৃত কারণ জানা জায়নি বলে জানিয়েছেন চিকিত্সক অজয় চৌগলে। শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে এলে তবেই চিকিত্সা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন তাঁরা।

First Published: Tuesday, January 21, 2014, 14:31


comments powered by Disqus