Yuvraj Murmu - Latest News on Yuvraj Murmu| Breaking News in Bengali on 24ghanta.com
বিনপুরে ধৃত ২ মাওবাদী সদস্যের পুলিস হেফাজতের নির্দেশ

বিনপুরে ধৃত ২ মাওবাদী সদস্যের পুলিস হেফাজতের নির্দেশ

Last Updated: Sunday, December 4, 2011, 16:34

বিনপুর এলাকা থেকে ধৃত দুই মাওবাদীকে আজ ঝাড়গ্রাম মহকুমা আদালতে পেশ করা হল। ধৃত যুবরাজ মুর্মুকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হেমলেটকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।