বিনপুরে ধৃত ২ মাওবাদী সদস্যের পুলিস হেফাজতের নির্দেশ , Maoist under police observation

বিনপুরে ধৃত ২ মাওবাদী সদস্যের পুলিস হেফাজতের নির্দেশ

বিনপুরে ধৃত ২ মাওবাদী সদস্যের পুলিস হেফাজতের নির্দেশবিনপুর এলাকা থেকে ধৃত দুই মাওবাদীকে আজ ঝাড়গ্রাম মহকুমা আদালতে পেশ করা হল। ধৃত যুবরাজ মুর্মুকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হেমলেটকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এঁরা দুজনেই বিনপুরের কাঁকো স্কোয়াডের সদস্য। তাঁদার বিরুদ্ধে সিপিআইএমের একাধিক নেতাকর্মীকে খুন ও নাশকতার অভিযোগ রয়েছে।





First Published: Sunday, December 4, 2011, 16:57


comments powered by Disqus