Last Updated: Thursday, April 18, 2013, 15:34
সঞ্জয় দত্তের পর জৈবুন্নেসা কাজী সহ আরও ছ`জনকে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। মানবিক এবং স্বাস্থ্যের কারণে ১৯৯৩-এর সত্তরোর্ধ এই অভিযুক্তকে আত্মসমর্পণের জন্য আরও চার সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত। তবে এর আগে রাষ্ট্রপতির কাছে জানানো ক্ষমা ভিক্ষা আবেদনের পুনর্বিবেচনার যে আর্জি জানিয়েছিলেন জৈবুন্নেসা তা খারিজ করে সুপ্রিম কোর্ট।