সঞ্জয়ের পর সাময়িক স্বস্তি জৈবুন্নেসা সহ আরও ছয়ের

সঞ্জয়ের পর সাময়িক স্বস্তি জৈবুন্নেসা সহ আরও ছয়ের

সঞ্জয়ের পর সাময়িক স্বস্তি জৈবুন্নেসা সহ আরও ছয়েরসঞ্জয় দত্তের পর জৈবুন্নেসা কাজী সহ আরও ছ`জনকে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। মানবিক এবং স্বাস্থ্যের কারণে ১৯৯৩-এর সত্তরোর্ধ এই অভিযুক্তকে আত্মসমর্পণের জন্য আরও চার সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত। তবে এর আগে রাষ্ট্রপতির কাছে জানানো ক্ষমা ভিক্ষা আবেদনের পুনর্বিবেচনার যে আর্জি জানিয়েছিলেন জৈবুন্নেসা তা খারিজ করে সুপ্রিম কোর্ট।

আজকে দেশের শীর্ষ আদালত প্রথমে আবদুল রেজ্জাক মেমন, আলতাফ আলি সৈয়দ, ইউসুফ লুলাওয়ালাকে আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়।

বুধবারই সঞ্জয় দত্তকে আত্মসমর্পণের জন্য আরও ৪ সপ্তাহ সময় দেয় শীর্ষ আদালত।

শুটিং-এর কাজ শেষ করতে আত্মসমর্পণের সময়সীমা ৬ মাস বাড়াতে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সঞ্জয় দত্ত। মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়। তবে ৬ মাস নয় চার সপ্তাহ পর্যন্তই মুক্তি পাচ্ছেন মুন্নাভাই।

First Published: Thursday, April 18, 2013, 15:34


comments powered by Disqus