Last Updated: Monday, February 13, 2012, 17:23
গুলবার্গ গণহত্যার তদন্ত রিপোর্ট এবং আনুষঙ্গিক নথিপত্র কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে আপত্তি তুলল বিশেষ তদন্তকারী দল (সিট)। ২০০২ সালের গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গার বিভিন্ন ঘটনার তদন্তে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিট-এর তরফে এদিন আমদাবাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে এই `অবস্থান` স্পষ্ট করা হয়েছে।