Last Updated: Sunday, December 22, 2013, 20:37
তাঁর হূদয়ের চোটের সময় অনেকটা ছুটে গিয়ে জড়িয়ে ধরার কায়দাতেই টাইগার উডসের জীবনে তাঁর প্রবেশ ঘটেছিল। আজ সেটাই যেন ফিরিয়ে দিলেন গল্ফ দুনিয়ার কিংবদন্তি টাইগার। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে গোটা সমাজ যখন টাইগার উডসকে কার্যত এক ঘরে করে দিয়েছিল, তখন তাঁর পাশে এসে দাঁড়িয়ে ছিলেন মার্কিন মহিলা স্কেটিং তারকা লিন্ডসে ভন। ক দিনের মধ্যেই ভন-উডস প্রেমের পিচে জুটি বাধেন।