Last Updated: Monday, July 8, 2013, 16:29
মুর্শিদাবাদের পুলিস সুপার হুমায়ুন কবীরকে তীব্র ভর্ত্সনা করল কলকাতা হাইকোর্ট। অপহৃত নাবালিকা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদের পুলিস সুপার। সম্প্রতি খরজুনা কাণ্ডেও সহবাস তত্ত্ব খাড়া করে ধর্ষণের ঘটনা আড়াল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত বছর নভেম্বরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে অপহৃত হয় মালদার সুজাপুরের বাসিন্দা ওই নাবালিকা।