Last Updated: July 2, 2013 12:12

সরকারি আধিকারিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও কটূক্তি করলেন তৃণমূল কংগ্রেস নেতা আবু আয়েশ মণ্ডল। তিনি সংখ্যালঘু উন্নয়ন বিত্তনিগমের চেয়ারম্যান। নিজের দফতরের এক মহিলা কর্মীকে অশ্রাব্য ভাষায় ফোনে গালিগালাজ করেন তিনি।
অভিযোগকারী মহিলা নাফিশা বেগম ডোমকল মহকুমার এডুকেশনাল সুপারভাইজার। অভিযোগ, সোমবার হঠাত্ই ওই মহিলাকে ফোন করেন আবু আয়েশ মণ্ডল। তিনি বলেন, নাফিশা বেগমের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। নাফিশা বেগম আবু আয়েশ মণ্ডলকে জানান, অভিযোগ থাকলে হোক বিভাগীয় তদন্ত। কিন্তু এরপরই নাফিশা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাফিশা বেগম।
First Published: Tuesday, July 2, 2013, 12:15