Last Updated: Wednesday, November 21, 2012, 09:25
মুম্বই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত পাকিস্তানি জঙ্গি আজমল কসাভের ফাঁসি হয়ে গেল। আজ সকাল সাড়ে সাতটায় পুণের ইয়েরওয়াড়া জেলে কসাভকে ফাঁসি দেওয়া হয় বলে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত চিকিত্সকও কসাভকে মৃত ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কসাভের প্রাণভিক্ষার আবেদন গত পাঁচই নভেম্বরই কসাভের ফাঁসির আর্জি খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। এই সংক্রান্ত যাবতীয় নথি তারপর পাঠিয়ে দেওয়া হয় মহারাষ্ট্র সরকারের কাছে।