Last Updated: Sunday, October 9, 2011, 14:55
ডানলপ খোলার দাবিতে যৌথ অ্যাকশন কমিটি গড়ল সিপিআইএম-তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের শ্রমিক সংগঠন। রবিবার সাহাগঞ্জে সিটু, আইএনটিটিইউসি, আইএনটিইউসি একযোগে অ্যাকশন কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ঠিক হয়েছে, যৌথ অ্যাকশন কমিটি ডানলপ খোলা সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। শনিবার সাহাগঞ্জের ডানলপ কারখানায় সাসপনেশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হয়।