Last Updated: Monday, August 6, 2012, 13:13
দেশজুড়ে বিতর্কের মধ্যে শেষপর্যন্ত ইস্তফা দিলেন হরিয়ানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোপাল কান্ডা। এক বিমানসেবিকার আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়ে গিয়েছে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর। সুইসাইড নোটে আত্মহত্যার জন্য গোপাল কান্ডাকে দায়ী করেছেন তাঁরই বিমানসংস্থার প্রাক্তন কর্মী গীতিকা শর্মা।