Last Updated: Saturday, November 17, 2012, 20:06
আই লিগে ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচের রেফারি অজিত মিতাইকে এক মাসের জন্য নির্বাসিত করল রেফারি। যুবভারতীতে সেই ম্যাচে ডেম্পোকে একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেন মণিপুরের এই রেফারি। তারপরই ফেডারেশন অজিত মিতাইকে একমাসের জন্য ম্যাচ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাঁকে ফিফা রেফারি শঙ্করের কাছে বিশেষ ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে।