পেনাল্টি না দিয়ে নির্বাসিত রেফারি

পেনাল্টি না দিয়ে নির্বাসিত রেফারি

পেনাল্টি না দিয়ে নির্বাসিত রেফারিআই লিগে ইস্টবেঙ্গল-ডেম্পো ম্যাচের রেফারি অজিত মিতাইকে এক মাসের জন্য নির্বাসিত করল রেফারি। যুবভারতীতে সেই ম্যাচে ডেম্পোকে একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেন মণিপুরের এই রেফারি। তারপরই ফেডারেশন অজিত মিতাইকে একমাসের জন্য ম্যাচ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাঁকে ফিফা রেফারি শঙ্করের কাছে বিশেষ ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেই ম্যাচে ডেম্পো ফুটবলারদের বিরুদ্ধে রেফারিকে মারধরের অভিযোগ উঠেছিল। যদিও ফেডারেশন সূত্রের খবর,ভিডিও রিপ্লেতে দেখা গেছে, ক্লাইম্যাক্সরা রেফারির মারেননি। তবে তাঁর দিকে তেড়ে গেছিলেন। আগামী সময়ে সেই জন্য ক্লাইম্যাক্সদের শাস্তি পেতে হবেই বলে ফেডারেশন সূত্রের খবর।
ইস্টবেঙ্গল-ডেম্পোর বিরুদ্ধে হওয়া সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

First Published: Saturday, November 17, 2012, 20:06


comments powered by Disqus