Last Updated: Monday, May 6, 2013, 16:34
১৯৮৪-এর শিখ বিরোধী দাঙ্গায় একটি মামলায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে বেকসুর খালাস করার প্রতিবাদে আজও উত্তাল দিল্লি। আজ সংসদ ভবনের কাছে করা নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা বিজয় চক ঢোকার রাস্তা অবরোধ করেন প্রায় দু`শো জন শিখ ধর্মাবলম্বি মানুষ। তাঁরা সাংসদদের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিস এসে প্রতিবাদকারীদের ঘিরে ধরে। পরে প্রতিবাদকারীদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট পুলিস স্টেশনে নিয়ে যাওয়া হয়।