Last Updated: Wednesday, April 11, 2012, 19:09
বুধবার দুপুরের দু`সেকেন্ডের অভিঘাত চেন্নাইবাসীর মনে জাগিয়ে তুলুল সাড়ে সাত বছর আগেকার ভয়াবহ ভূকম্পিত জলোচ্ছ্বাসের দগদগে স্মৃতি। দক্ষিণ প্রান্তের গোল্ডেন বিচ পর্যটনকেন্দ্র থেকে এগমোর এলাকার ব্যস্ত অফিসপাড়া- এক লহমায় সুমাত্রার ভূগর্ভের ৮.৯ রিখটারের কাঁপুনি আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়ল তামিল মুলুকের প্রাণকেন্দ্রে।