Last Updated: Thursday, May 10, 2012, 15:58
বিপদ বাড়ল জগনমোহনের। তাঁর মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে যাবতীয় বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিল অন্ধ্রপ্রদেশ সরকার। সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থা ও করপোরেশনকে বুধবার রাতে এই মর্মে নির্দেশিকা জারি করেছে এম কিরণ রেড্ডি সরকার।