Last Updated: May 10, 2012 15:58

বিপদ বাড়ল জগনমোহনের। তাঁর মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে যাবতীয় বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিল অন্ধ্রপ্রদেশ সরকার। সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থা ও করপোরেশনকে বুধবার রাতে এই মর্মে নির্দেশিকা জারি করেছে এন কিরণ রেড্ডি সরকার। জগনমোহনের চ্যানেলের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দায়ের করাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
দিনকয়েক আগেই ওয়াইএসআর তনয়ের মালিকানাধীন জাগতি পাবলিকেশন, ইন্দিরা টেলিভিশন ও জননী ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেছে সিবিআই। কোম্পানি দুটির ১১টি অ্যাকাউন্টে মোট ১০.৩১ কোটি টাকা ও ১০৩ কোটি চাকার ফিক্সড ডিপোজিট আছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। জগনমোহন রেড্ডির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় তদন্তের স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই।
যদিও জগনমোহনের পালটা অভিযোগ, প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁকে হয়রান করছে কংগ্রেস।
First Published: Thursday, May 10, 2012, 16:05