Last Updated: Sunday, January 6, 2013, 22:03
সম্পর্কের জটিলতা নিয়ে ছবি বানানোর পর এবার রহস্য ছবি বানানোর কাজে মন দিলেন পরিচালক অনিরূদ্ধ রায়চৌধুরী। ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অবলম্বনে তাঁর প্রথম বাংলা থ্রিলারের নাম আমসূত্র। তবে তাঁর আগে একটি হিন্দি ছবিরও পরিকল্পনা রয়েছে টনির(অনিরূদ্ধ)।